Advertisements

আজ ৭ই মে থেকে ১১ই মে ৫ দিন ব্যাপী সারা দেশের সাথে এই রাজ্যেও শুরু হয়েছে পথ সভা। কলকাতায় টেরিটিবাজার সংলগ্ন স্থানে পথসভায় বক্তব্য রাখছেন কমরেড বিপ্লব দাস, শিশির রায , অনিমেষ মিত্র প্রমুখ নেতৃবৃন্দ।

টেলিকম ( অধুনা বিএসএনএল ) তথা কেন্দ্রীয় সরকারী কর্মচারী আন্দোলনের প্রবীনতম নেতা কমরেড শিশির ভট্টাচার্‍্যের আজ পিজি হসপিটালে সন্ধ্যে ৬টা ২৫ মিনিটে জীবনাবসান হয়। তিনি ১৮ই এপ্রিল থেকে হসপিটালে ভর্তি ছিলেন। তিনি কেন্দ্রীয় সরকারী কর্মচারী কো-অর্ডিনেশন কমিটি, ১২ই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক এবং টেলিকম ফ্যাক্ট্রী ইনড্রায়ালিস্ট সংগঠনের সর্বভারতীয় সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তার ৯৯ বছর বয়স হয়েছিলো। তিনি বিএসএনএল এম্প্লয়ীজ ইউনিয়ন  সংগঠন গঠনের  এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি গঠনেরও এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। প্র্য়াত এই নেতার প্রতি বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা এবং গভীর শোক প্রকাশ করছে।

ক ম রেড শিশির ভট্টাচার্‍্য লাল সেলাম।